চারিদিকে কত কোলাহল!
চেনা-অচেনা কত বন্ধু মহল।
অসংখ্য মানুষের পদাচারণায় উষ্ণ তৃণভূমি,
আছে নদীর স্রোত, মৃদু বাতাস- শুধু নেই তুমি!


হাটছে কত মানুষ নদীর তীরের আকা-বাকা পথ ধরে,
গাইছে গান তাল-বৈতালে কত অচেনা সুরে।
আছে কাশফুলের হাসি রাশি রাশি মেঘচুমি,
পাখির কিচিরমিচির আছে- শুধু নেই তুমি!