সতর্ক বার্তা


অজানা এক মহামারীতে পৃথিবী আজ স্তব্ধ,
মানুষে-মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত।
চারিদিকে অজানা ভয়, স্বজন হারানো হাহাকার!
বন্ধু, তবুও রয়েছ তুমি হৃদগৃহে আমার।


কেমন আছো প্রিয়?
স্বাস্থ্যবিধি মেনে চলছো?
আর হ্যাঁ, অবশ্যই মাস্ক পড়বে
বারবার সাবান দিয়ে হাত ধুবে,
মসলা-পাতির চা খাবে-
আর অবশ্যই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না কিন্তু!


কলেজ তো বন্ধ!
আপাতত লেখাপড়াটা চার দেয়ালের মাঝেই করো।
শুধু পাঠ্যবই নয়,
এমদাদুল হকের 'অনন্ত প্রেমের পত্রাবলি'ও পড়িও।আধ্যাত্ম ভাবসঙ্গীতের 'আত্মার খোরাক'টাও পড়তে ভুলো না কেমন!
শেষবার তোমায় কোন বইটা না দিয়েছিলাম?
-হ্যাঁ মনে পড়েছে, 'মেঘের শহর'।
মানিক শিমুলের 'মেঘের শহর'- এটিও পড়ে নিও।


আর আতঙ্ক নয়,
সচেতনার মাঝেই বেঁচে থাকতে হবে।
কেমন আছো খবর দিও-খবর নিও, আর ভালো থাকো....