আজ কী আর পথের কাঁটা আছে ?
সময় তবু কাঁটার কথাই বলে
যে দীপ সেদিন গিয়েছে ঝড়ে নিভে
সে কী আর জ্বলবে মনের মাঝে ?


এখন কোন মানে আছে কী বাঁচার ?
বেঁচে থেকেও  গিয়েছি মরে কবে
ফুলও আজ কাঁটার কথা বলে
মেঘের মতো বাঁচার হাহাকার ।


সবই যদি  বিরামবিহীন ছল
মনের মাঝে জ্বলছে কেন অসীম দাবানল ?


------------------------------------