তখন গভীর রাত
হরেকেষ্ট চলে গেল রাতের ইশারায়
দূর থেকে শুনি হরি-ধ্বনি
সেও তো চেয়েছিল প্রভাতের আলোকশিখায়
স্নান করে জয়ী হতে পার্থিব সংকট
তবু চলে গেল ।


তখন গভীর রাত
হরেকেষ্টর স্মৃতিগুলি ফেরে
রাস্তায় রাস্তায় কলঘরে
কখনো বা দেবদারু তলে ।
সেও তো পেতে চেয়েছিল
জনাকীর্ণ শহর পেরিয়ে
অপার্থিব প্রেমের পরশ
তবু চলে গেল ।


তখন গভীর রাত
কে এসে নিয়ে গেল জীবনের কোন ইশারায় ?
সব পড়ে আছে কেবল হুঁকোর শব্দ নেই করুণ দাওয়ায় ।


**********************************