নীল আকাশে মলয় বাতাস
জানায় শরতের আগমন,
কেয়া যুথিকা শেফালি ফুলে
আর্দ্র শিশিরের চুম্বন।


ঝিঁঝির ডাকে জোনাকির আলোয়
কেটে যায় তমানিশা,
আকাশে শুভ্র মেঘের ভেলা
পেয়েছে নতুন দিশা।


সবুজ ঘাসের আগায় জমে
শিশিরের বিন্দু কণা,
তপন তাপনে ঝলমল করে
যেন মুক্তোর দানা।


বিরহী বকুল বিদায়ী কদম
লিখেছে পদ্মপাতায় ঠিকানা,
লাজুক হাসনুহানার গন্ধে মন
হয়েছে রংধনু বর্ণা।


খালের তটে কাশের চামরে
হারিয়ে যায় মন,
ফোটা শিউলির শাখে ভবঘুরে
মধুপের উষ্ণ আলিঙ্গন।


বিষন্ন বিকেলে পড়ন্ত সূর্যের
স্নিগ্ধ আলোর সঙ্গীত,
সবুজ ধান্যে মেঠো পল্লীতে
বাজে চণ্ডীমায়ের গীত।


শাপলা শালুক নীল পদ্মে
শরৎ এসেছে দ্বারে,
চোরকাঁটা ঢাকা স্থল ভূমে
জীবন জড়িয়ে ধরে।


দূর গগনে ভেসে আসে
চেনা আগমনির সুর,
মর্ত্যে মাতা দুর্গার আগমন
রয়না বেশি দূর।।