কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে
হয় ভাইফোঁটা অনুষ্ঠান,
যমুনা দেয় যমকে ফোঁটা
একথা বলছে পুরান।
সেই থেকে ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন
ভাইদের মহৎ উৎসব,
কালী পুজোর দুদিন পরে আসে
বোনদের ভাইদুজ পরব।
বোন কনিষ্ঠা আঙুলে ভাইকে
তিনবার দেয় ফোঁটা,
প্রদীপ জ্বেলে ধান দূর্বা দিয়ে
কামনা করে দীর্ঘ জীবন টা।
মুখের ভিতর বলতে থাকে ছড়া
সঙ্গে নানান মিষ্টি মুখ,
শঙ্খ উলুধ্বনিতে ভাইয়ের সব
মুছে যায় দুখ।
"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা।।"
ভাইয়ের ললাটে লেখে উপবাসী বোন
এক দীর্ঘ জীবন,
আশীর্বাদের প্রতিশ্রুতিতে ভরে যাক
বছরের এই শুভক্ষণ।।