সদ্য বাইশে পা দেওয়া ছেলেটা খুঁজে পায় প্রজাপতির ডানা,
কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশায় ঢাকা যৌবন শুয়ে থাকে ফুলের বাগে।
খুঁজে যায় উর্বর যৌবনের কঠিন গাণিতিক সূত্র সমূহ,
বিন্দু বিন্দু ঘাম জমা হয় রঙিন মনের ক্যানভাসে।
প্রজাপতির কানামাছি খেলায় ঋতু দোষে ক্লান্ত ছেলেটা,
হারিয়ে ফেলে জীবন সংগ্রামের বীজগাণিতিক সূত্র।
কার্নিশে ঝুলে থাকা আবেগ সূর্যের কিরণে ভয় পায়,
ঠোঁটের ফাঁকে চুম্বন রসে জমা হয় কুমারীর বিষ।
স্বপ্ন কল্পনায় ভিজে ছুটে চলে সময় পশ্চিমে,
ধীরে ধীরে মাথা ভর্তি আবেগ পা ফেলে অতীতের ঘরে।
ক্যালেন্ডারের পাতায় জমা হয় চেষ্টা আর প্রত্যাশার সমীকরণ,
জীবনের শেষ প্রান্তে এসেও চোখ আঁকতে থাকে জ্যামিতিক ফিগার।
সমস্ত ভালোবাসার আয়তন যদি কৌটো বন্দি করা যায়,
মন খারাপের পাটিগণিত সমাধান করতে একটা জীবন কেটে যায়।।