আচ্ছা কেউ কি শুনতে পাচ্ছো আমার কথা?
আমি কিন্তু বলছি না কেউ আমায় নিয়ে ভাবছো কিনা,
শুধু আমি নিজেই ভাবছি, সত্যি এমন কি কেউ নেই?
সারাদিনের ফাঁকে একটি বার আমায় বলবে
কেমন আছো তুমি? তোমার শরীর ভালোতো?


আচ্ছা কেউ কি বুঝতে পাচ্ছো আমার কথা?
না না, আমি সবাইকে কিন্তু একথা বলছি না,
আমার খাম খেয়ালী মনের কথা কেউ তো বুঝে থাকতে পারো?
আমার খুব জানতে ইচ্ছে করে, কেউ কি নেই আমায় বোঝার?


আচ্ছা বলতে পারো তোমরা কেউ কি  আমায় খোঁজো?
আমার অবচেতন মনে ছোট্ট একটা প্রত্যাশা আছে,
হয়তো কেউ আমায় তোমার মনের অলিতে গলিতে খোঁজো!
কিন্তু আমি কি তাকে জানতে পারি, কে সেই তুমি?


আচ্ছা বলতে পারো আমি কি কারো স্বপ্নে আসি?
রাত জেগে ভোরের অপেক্ষায় আমি কি কারো সাথে থাকি?
আমার অভিমানি মনের মান ভাঙাতে কেউ কি পারো?
আমার এই বিলাপী প্রলাপের সত্যিই কি কোন মানে আছে?


আচ্ছা তোমরা কি কেউ আমায় অনুভব করো?
আমার নির্বাক নিশ্চুপ কথার মানে কি কেউ বোঝ?
আমি বলছিনা কেউ আমায় ভালোবাসো,
শুধু জানতে চাই আমি কি কারো ভালোবাসার যোগ্য নই?
একটা উজার করা ভালোবাসার প্রত্যাশা আমি কি করতে পারি না?