নারীর ছলাকলা আমি বুঝিনা
বুঝি চোখের ভাষা,
সে যখন আমায় ইশারা করে
অনুভব করেছি তার নেশা।
তার সুমধুর কোকিল কন্ঠ
আজ শুধু কানে বাজে,
দোলা লাগে অবচেতন মনে
গহীন রাতে স্বপ্নের মাঝে।
সে কি জানে একান্তে আমি
অপেক্ষা করি আজও?
ফেলে আসা তপ্ত দুপুরে
নিঃশব্দে কান্নার মতো।
বুকে নিঃশ্বাস চেপে রেখে
হেঁটে চলি জীবনের পথে,
সে যে নিঃশব্দ মনের ব্যথা
তবু পাবনা কোনদিন সাথে ।
এভাবে হৃদয় আর কতটা
হবে বলো এলোমেলো,
নিদারুন অবহেলায় জীবনটাই
বুঝি এবার নষ্ট হল!
কোন এক কুয়াশার ভোরে
যদি আমাদের হয় দেখা,
তুলে দেব সারারাত জেগে
যে কবিতা হয়েছে লেখা।।