মানুষ হারিয়ে যায় অমোঘ কারণে
রেখে যায় স্মৃতির ধূলিকণা,
সাজানো বাগানের রোপণ করা বৃক্ষটি
হারাতে থাকে মনের কল্পনা।
মসির কালি  নিরক্ষরেখায় কাটতে থাকে
জীবনের হিজিবিজি মানচিত্র,
স্বপ্ন জালের রঙিন উলের গাঁটে
কষ্টগুলো আটকা পড়ে যত্রতত্র।
ভালোবাসার সূক্ষ্ম বুননে বানানো সোয়েটারটা
হঠাৎই খুলে যায় এক ঝটকায়,
অবহেলায় খাটের কোনে পড়ে থাকা
অভিমানি মনটা জট পাকায়।
অসমাপ্ত জীবনে খাম খেয়ালী প্রকৃতির বুকে
চলতে থাকে স্মৃতির দহন,
বিষাদের ফিকে রঙ গায়ে মেখে
ঝরতে থাকে অশ্রু প্লাবন।
মধ্য রাতে বিনিদ্র যন্ত্রণায় অনুভূত হয়
ছন্দ বিহীন হৃদয়ের কম্পন,
প্রভাতে অভিশপ্ত নিঃশ্বাসে শুরু হয়
শূন্য জীবনের দিন যাপন।।