ভালোবাসলে কেন আমরা চোখে চোখ রেখে বলি না "ভালোবাসি"...
কাউকে মিস করলে কেন আমরা বলতে পারি না "আই মিস ইউ",
ইগো টাকে একটু দূরে সরিয়ে রেখে কেন আমরা একটু আন্তরিক হতে পারিনা?
সম্পর্ক তত দিন অটুট থাকে যত দিন একে অপরের পারস্পরিক হয়ে থাকা যায়।
সম্পর্কের বয়স যত বাড়ে ওভার কোনফিডেন্সটাই তাদের দূরে সরিয়ে নিয়ে যায়।
ভুলে যায় একে অপরের সুখ দুঃখে পাশে থাকার অঙ্গীকারের কথা গুলো।
"যাবেনা সে আমায় ছেড়ে" এই আত্মবিশ্বাস থেকেই কখন যেন জন্ম নেয় অবহেলা,
তখন একজন অপর জনের থেকে দূরে যাবার অজস্র অজুহাত খুঁজে নেয়,
তিক্ততা মনোমালিন্য ঝগড়ার মুহূর্ত সম্পর্কে অচিরেই যতি চিহ্ন নিয়ে আসে।
পড়ে থাকে জীবনের কিছু মূল্যবান সময়ের না বলা কথার কষ্টের পাহাড়।
ভালোবাসার অভ্যেস দিয়েই কি কখনও ভালোবাসাকে টেকানো যায়?
সময়ের বাহানায় সুখ দুঃখে যে খোঁজই নেয় না সেখানে ভালোবাসার কি মূল্য?
পাশে থেকে একে অন্যকে ভালো রাখার নামই তো বোধহয় ভালোবাসা।
অচিরেই পুরানো মুহূর্ত গুলো মনের চোড়া কোঠা দিয়ে স্মৃতির দরজা খুঁজে নেয়।
ব্যাতিক্রম থাকে তো নিশ্চয়ই তাই রাতে আনব্লক করে অন্যের ডিপি দেখে
পুরানো কোনভার্সেশন পড়ে আর প্রোফাইলে অন্যেকে দেওয়া কমেন্টস দেখে,
মন চাইলেও শত কষ্ট হলেও কথা বলার অধিকার টুকুও যে হারিয়ে ফেলে।
হয়তো দূরত্ব শূন্যতা একদিন সব ঘুচিয়ে দেবে শুধু একটা ম্যাসেজ এর মাধ্যমে
কিন্তু ইগোকে তারা আঁকড়ে ধরে রাখে তবু একটাও ম্যাসেজ করে না কেন?
যদি ভালোবাসা প্রকৃত হয়ে থাকে তবে যাসনা ফেলে, বন্ধ করিস না কথা,
ভালোবাসা যে চিরস্থায়ী মনের অনুভূতি যাকে যায় না আর ছেড়ে থাকা।।