বন্ধু তোমরা মিলেমিশে থাকো এক সাথে,
পুরনো সব স্মৃতিগুলো রেখো চলার পথে।
প্রভাতের সোনামাখা রোদে চেয়ে থাকে আঁখি চার জোড়া,
কত শত বন্ধু ছিলো তোমরা ব্যতীত আজ আর নেই তারা।
তোমরা চার মূর্তি হও প্রকৃত বন্ধু লাল আবিরে রাঙা,
ভুলেও ছেড়োনা হাত, স্বপ্নগুলো হোক না যতই ভাঙা।
তোমাদের বন্ধুত্ব মানে শুধুই ভালোবাসা নেই হানাহানি,
গল্প আনন্দ হাসি ঠাট্টার মাঝে যেন অশ্রু কখনো আসেনি।
প্রতিটি প্রভাত থেকেই শুরু হয় তোমাদের আলাপ চারিতা,
রাতে ঘুমানোর আগেও যেন বাকি থেকে যায় কত কথা।
বন্ধু তোমরা হও সত, একনিষ্ঠ থেকো সকলের মনে,
বাধা বিপত্তি কেটে যাবে সব নিজেদের সঠিক সমাধানে।
পুরাতন যাহা যাক চলে; আসে যাহা রেখো তাকে ধরে,
মরে যাওয়া সব আশার প্রদীপ জাগাও নতুন ভোরে।।