জীবনের অনেক টা পথ অতিবাহিত করে আমি কখনো ভাবিনি এমন হবে,
হ্যাঁ আমি কখনও ভাবিনি, আমি যে ছিলাম একজন অতি সাধারণ।
আমার সুন্দর বহতি ছন্দ ময় জীবনে আমি কখনও হোঁচট খাব সত্যিই ভাবিনি।
ভাবিনি আমার বাঁধা ধরা সংসার সংস্কৃতি জীবনের মাঝেও শুরু হবে চুপকথার গল্প।
ভাবিনি সমাজের বুক থেকে হঠাৎই পা পিছলে ছিটকে যাব কোন অজানা পথে।
ভাবিনি তোমার কবিতার টানে জীবনের নতুন রঙ খুঁজতে গিয়ে তোমায় পাব।
তোমার মধ্যে কি বিশেষত্ব আছে জানিনা, তবুও একটা অনুভূতি থাকে তোমায় ঘিরে।
অজান্তেই কখন যে গুল্ম লতার মতো তোমায় আঁকড়ে ধরে ছিলাম বুঝিনি,
প্রভাতী আলোয় নতুন ইচ্ছে নিয়ে তোমার সাথে থাকতাম আনমনে, কেন জানিনা!
হয়তো এ এক অন্য রকমের চাওয়া, হয়তো এ এক অন্য রকমের  পাওয়া!
নেশার মতো এমনই ভালোবাসার অষ্টপ্রহর গুলো তোমায় ঘিরে থাকতো,
প্রতিটি সোনালী ভোরের সূচনা হতো একটা নতুন আশা কে নিয়ে বাঁচার।
রাতের বিষ পিঁপড়ের কামড়ে হঠাৎই ভেঙে যাওয়া সুখ স্বপ্ন টা
বেঁচে থাকার ইচ্ছে গুলোকে না পারে ছাড়তে না পারে ধরে রাখতে।
সেদিনের সেই উথালপাথাল করা অবুঝ মাতাল আভ্যন্তরীণ প্রেম
মানেনি কোন হৃদয়ের শ্বাসন, শোনেনি কোন মনের বারণ।
ছুটে গেছি শুধু তোমায় ভালবেসেফেলেছি বলে, তোমাতে মিশে যেতে।
চেষ্টা করেছি নতুন করে খুঁজে পেতে আমার আমিকে তোমার অন্তরে।
জানিনা আমি কি ভুল করেছি! জানি না আমি কতটুকু ভালোবেসেছি,
আমি তো শিখিনি কোনদিন কারও মন ভাঙতে, তাই তো আজ অশ্রুর এতো উত্তাপ।
চেয়ে ছিলাম নতুন করে রঙিন বৃষ্টি স্নাত হতে নগ্ন সাহারা মরুভূমির বুকে,
বুঝিনি এই উষ্ণ মরুর বুকে জন্ম নেবে দুঃখের জলপ্রপাত।
আমি তো গড়তে চেয়ে ছিলাম, কিন্তু তুমি? তুমিই তো ভেঙেছ কোমল হৃদয়,
তাইতো সব হারিয়ে প্রতিরাতে চলে একাকী ব্যর্থ অনুতাপ।
সকলের কাছে সমাজের কাছে বেড়েছে শুধু সন্দেহের অশ্বস্থ গাছটাই।
বুকের জমিতে বিরহের লাঙ্গলে খুঁড়ে ক্ষত বিক্ষত করে ফলিয়েছি ঘৃণার ফসল।
হৃদয়ের অলিতে গলিতে ছুটে আসে কষ্ট আর চোখে নীরব জলধির স্রোত।
প্রশ্ন উত্তরের জীবন খাতাটা কষ্টের বালুচরে থাকে মৌন, নিরুত্তর।
বিবর্ণ সময়ের ভাঁজে সৃষ্টি হয় আর একটা নতুন কৃষ্ণ গহ্বরের অধ্যায়।
কালো হরফে লেখা শব্দ গুলো একটা দাগ রেখে যায় জীবন মানচিত্রে।
'কেন মুছে ফেলতে পারিনা সময়ের গড়া ক্ষত গুলোকে?
কেন মুছে ফেলতে পারিনা মিথ্যায় গড়া দাগ গুলোকে?'
কেন পারিনা জীবন অভিধান থেকে যন্ত্রণা গুলো তুলে নিতে?
কত রাত যে নির্ঘুম কাটে এ সবই যে তোমার দান।
আজ হৃদয়ের ক্যানভাসে শুধু তোমার স্মৃতি রয়েছে চির অম্লান।
তবে তোমায় হারিয়ে বৃহত্তম পৃথিবীতে আমি ক্ষুদ্র হয়েই রয়েছি,
তোমায় হারিয়ে আমার ভাঙা হৃদয় টা আজ শুধু একটা ধ্বংস স্তূপ।
আজ শুধু স্মৃতি গুলোই সাক্ষী, স্মৃতি গুলোই আগামী দিনের সম্বল।।