কতটা সবুজ বিকেল আহত হয় তোমার ছোঁয়ায়?
কতটা আবেদন নিবেদন মনের গহীনে বন্দী হয়?
কতটা অপেক্ষা থমকে থাকে অমাবস্যার অজুহাতে?
কতটা প্রতিশ্রুতি মায়াজাল বোনে একাকী রাতে?
কতটা শব্দ নিঃশব্দে প্রতিধ্বনি হয় শহরের অলিতে গলিতে?
কতটা মসির কালি শূন্য হয় কবিতার পংক্তিতে?
কতটা স্বার্থপর হলে ভালোবাসা যায় কোন জনকে?
কতটা আঘাত পেলে মুক্ত করা যায় নিজেকে?
কতটা অন্ধকার হলে পাওয়া যায় নতুন আলোর দিশা?
কতটা ভুলের সীমায় থাকে ফিরে পাওয়ার প্রত্যাশা?
কতটা অবহেলায় বোঝা যায় জীবনের মূল্যটা?
কতটা ঘনিষ্ঠ হলে চেনা যায় অচেনা কে, কতটা?