আজ দশ বছর পর হৃদয়ের দরজার কলিংবেল টিপে
কেউ যেন বলতে চাইল কি চেয়ে ছিলাম তোমার কাছে?
একটা সংসার, একটু আশ্রয় আর একটা সম্ভাবনা ময় জীবন!
ব্যাস এই টুকু আশ্বাস কি ভালোবেসে কেউ দিতে পারে না?
জ্যোৎস্নার ঠোঁটে হাজারো ইচ্ছে ভেসে বেড়ায় স্বপ্নের মতো
তোমার রাত জাগা চোখে দেখেছিলাম একটু বিশ্বাস এর ছোঁয়া।
কিন্তু জানিনা স্বভাবটাকে কি করে পরিবর্তন করা যায়! তাই
বিশ্বাস টা যে সামাজিক বিছানার চাদরে হারিয়ে যাবে বুঝিনি।
হ্যাঁ, বুঝিনি সেদিন তোমার তৃষ্ণার্ত উপোসী ঠোঁটে হৃদয়ের রিপু রোগ,
শরীরের ভাঁজে অব্যক্ত মনের কথায় নাকের ডগায় লেগে থাকা
নোনা ঘাম বিন্দুতে ফুটে উঠেছিল বিষাক্ত অবিশ্বাসের চাউনি।
আজ অনুশোচনার বেড়া জালে ধরা দেয় শুধু সেই স্বপ্নীল মুহূর্ত গুলো,
কোন তপ্ত দুপুরে খালের ধারে সরে যাওয়া একফালি কাপড়ের স্মৃতি
ভিজে ঠোঁটে আটকে থাকা মধ্যাহ্ণের কিছু অপলক দৃষ্টির জলছবি।
সারা শরীর জুড়ে সেদিন উপলব্ধি করেছিলাম অস্তিত্বের ঘাম,
অনুভব করেছিলাম লাল গোলাপের সুগন্ধ আর লজ্জিত দুর্বলতা।
আজ ভাবনা গুলো অদ্ভুত মনে হলেও কবিতারা খোঁজে তোমায়,
তাই চোখ জ্বালা করা যৌবন আগুনে ধ্বংস হয়েছি শুধুই আমি।।