আমি আমার ভাঙ্গা হৃদয় নিয়ে গর্বিত,
কারণ এই হৃদয় যে তুমি ভেঙে দিয়েছো।

আমি আমার বেদনার স্মৃতি নিয়ে গর্বিত,
কারণ এই ব্যথা যে আমি তোমার কাছে পেয়েছি।

আমি আমার রাতের নিঃসঙ্গতা নিয়ে গর্বিত,
কারণ রাতের নিরবতায় যে তোমায় অনুভব করি।

আমি আমার আবেগ নম্রতা নিয়ে গর্বিত,
কারণ এই শালীনতা, ধীরতা তোমায় পেয়ে বুঝেছি।

আমি আমার অলীক স্বপ্ন দেখা নিয়ে গর্বিত,
কারণ স্মৃতির ভিড়ে যে শুধু তোমায় উপলব্ধি করি।।