ইচ্ছে ঘুড়ি টা আজ অজানার পথে
তবুও ইচ্ছে হয় কবিতার পঙক্তি হতে।
ইচ্ছে হয় নির্ঘুম রাতে অপলক মৌনতায় থাকতে,
অসুস্থ শব্দের ভিড়ে পাহাড়ি মেঘ হয়ে ভাসতে।
ইচ্ছে হয় আবারও একসাথে স্বপ্ন দেখতে
পৃথিবীর মানচিত্রে অক্ষরেখা বরাবর হেঁটে চলতে।
আমার ইচ্ছে হয় ধ্রুপদী কষ্ট গুলো ভুলে থাকার,
পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে নতুন জীবন গড়ার।
ইচ্ছে হয় পোড়া রোদে বাতাসের গন্ধ নিতে,
বৃষ্টি স্নাত সূর্যের আলোয় বাঁচার স্বাদ পেতে।
ইচ্ছে হয় শীতল বাতাসে উষ্ণতা বয়ে আনতে,
রাতের স্নিগ্ধতায় পাহাড়ি ঝর্ণা হয়ে নামতে।
ইচ্ছে তো হয় তোমায় ছুঁয়ে উৎসের স্রোতে ভাসতে,
একাকীত্বের ঔরস যন্ত্রণা একটু সহজ করতে।
ভীষণ ইচ্ছে হয় থাকতে তোমার বিষন্ন কবিতায়,
বালি ঘড়ি সাক্ষী থাকুক আমার অস্তিত্ব বর্ণনায়।।