অভিমান গুলো বুক পকেটে চেপে রেখে
সারাটা দিন এঘর ওঘর ছোটাছুটি,
মনে শুধু তোমার শব্দহীন  অনুভূতি
আর অবুঝ বারান্দায় দাঁড়িয়ে স্মৃতিচারণ।
কেমন যেন হঠাৎ সময় থমকে গেলো
জলে ভেজা চোখের দৃষ্টি ঝাপসা হলো,
ইচ্ছেগুলো অনিচ্ছায় মুছে গেলো সংগোপনে
রোজ রাতে নিস্তব্ধ সাদাকালো দুঃখের আনাগোনা।
সত্যি বলছি কিছু জানাতে চাইনা আমি
তোমাকে শুধু আমার অন্তরে থাকতে হবে
নইলে দেখো এভাবেই জমে পাথর হবো,
যা হয়েছে তা আর ফিরবে না কোনো দিনও
তবু এখনও তোমায় সরিটুকু বলার আছে বাকি।
পারলে কোনদিন ক্ষমা টুকু করে দিও
অবুঝ মনটা এখনও যে শুধুই চায় তোমায়।।