এবার বোধহয় পড়ল সবাই
শুকনো কাশির কবলে,
সেকি বিভৎস কাশিরে ভাই
প্রাণ টা বুঝি যায় চলে।
ছিলাম না কখনও অ্যালার্জির
একটু আধটু রুগী,
কেউ তো বলেনি কোনদিন
রোগে আমি ভুগি।
শুনেছি আমি শীতের ঠাণ্ডায়
হয় এমন রোগ,
অনেকেই সর্দি হাঁচি কাশিতে
করে কষ্ট ভোগ।
কিন্তু এটা হল বসন্ত কাল
রোগটা তবে কেন হল?
কাশির চোটে শ্বাস কষ্টে
প্রাণটা যেতে বসেছিল।
ডাক্তার বলল করোনা রোগ
এটা নয় যক্ষ্মা,
ঘরে একা বন্দি ছাড়া
বাঁচার নেই ব্যখ্যা।
অবশেষে চৌদ্দদিন গুনে
সুস্হ হল প্রাণ,
কাশি গেল চিরতরে চলে
বিধাতা যে মহান।।