আমি চাই আমার প্রতিটা ইচ্ছা তে শুধু তুমি থাকো
যেমন আজ আছ তেমন কালও থেকো।
চোখের বালি জানো আজ সকলের একটাই প্রশ্ন
আমি অন্য সব ছেড়ে এতো কেন ভালোবাসার কবিতা লিখি?
তোমার খোলা বারান্দায় নানান বাস্তবতার ভিড়ে
জীবনের অজস্র মুহূর্ত গুলো যে শুধু তোমায় ঘিরে।
আমার নিঃসঙ্গ রাতের নিস্তব্ধতার রূপকথায়
স্মৃতির দরজা খুলে উপলব্ধি করি শুধু তোমার উপস্থিতি।
গুটি গুটি পায়ে আঁধার কেটে ভোরের আলোয়
হাজারো ব্যর্থতায় লুকোনো কিছু পাওয়া কি কখনও মিথ্যে হয়?
প্রেমের আগুনে পুড়ে যাওয়া ক্ষত চিহ্ন টা
সময়ের ব্যস্ততায় মিলিয়ে গেলেও রেখে যায় দাগ একটা।
মস্তিষ্কের শিরা উপশিরায় বইতে থাকা সমুদ্র সফেনে
ইচ্ছের রঙ মেখে পেতে ছিল ভালবাসার সংসার,
দুর্যোগের বিকেলে চোখে লেগে থাকা জ্বরের ঘোরে
কখন যে খান খান হয়ে ভেঙে কবিতা হয়ে উঠল বুঝিনি!