আমার ফাগুন পলাশ রাঙা
কাঁচা হলুদের গন্ধ
নিঝুম রাতের স্বপ্ন গুলো
হয়েছে দেখা বন্ধ।
একলা আমার কুহুক ভোর
হারিয়েছে সব ছন্দ,
সত্য মিথ্যা জড়িয়ে নিঃশ্বাসে
অলিন্দে জমেছে দ্বন্দ্ব।
মনের আকাশে তুমুল ঝড়
বৃষ্টি পড়ার শব্দ,
অবুঝ মন বিরহ সজ্জায়
হৃদয় হয়েছে স্তব্ধ।
আবির রাঙা প্রেয়সীর চোখে
মনটা হয়েছে দগ্ধ,
চাপা দীর্ঘশ্বাসের উষ্ণ অনুভবে
ইচ্ছেরা হয়েছে জব্দ।