শ্রাবণ দিনে চোখের তারায় বর্ষা নামে
ও মন মাঝিরে তুই কোথায় আমায় দেখা দে,
আমার মসির কালির অনলে পুড়ে
বেদনার স্মৃতিগুলো অঙ্গার হয়েছে নিঃশব্দে।
বিষাদ ভরা চেরাপুঞ্জীর মেঘ জমা বুকে
হৃষ্ট চিত্তে জীবনে বেঁচে থাকা দায়,
বিস্ময় মাখা মরুভূমির মরীচিকায় তৃষ্ণার্ত হৃদয়
চাওয়া পাওয়ার ব্যথায় বেরঙিন হয়ে যায়।
ভুল করে লেখা ভুল কবিতার চরণে
আঙুলের ছোঁয়ায় বেড়ে ওঠে শরীরের পাপ,
স্মৃতিচারণে মনে পড়ে বিমূর্ত কথার ভাঁজে
নীলচে শাড়ির কাঁচের দেওয়ালের সেই ছাপ।
অপলক দৃষ্টিতে বিষাদের ভাবনায় ভেসে ওঠে
পিয়ানোয় ওঠানো রিডের মতোই বেসুরো শব্দ,
জ্যোৎস্না হীন ক্ষয়ে যাওয়া চাঁদের কলঙ্ক নিয়ে
অকারণে কোলাহলের ভিড়ে হারিয়ে গেছে আনন্দ।।