ভোর বেলায়-ঘাসের আগায়-যখন জমে-শিশির,
মহিষমর্দিনীর-সুর তালে-ঘোর কাটে-নিশির।
আকাশ এবার-মাতল বুঝি-নীল সাদা-মেঘের খেলায়,
মাঠের ধারে-কাশের বনে-লাগে দোলা-শরৎ হাওয়ায়।
বন্দনা করি - দূর্গা মা কে - মহালয়ার প্রাতে,
পিতৃপক্ষের অবসানে-দেবীপক্ষের - সূচনাতে।
ঢাক গুলো সব-উঠল বেজে-সঙ্গে ভক্তি-আর তর্পণে,
মানব জীবনের-কামনা বাসনা-অর্জিত হয়-ত্রিভুবনে।
শিউলি ফুলের-গন্ধ মেখে-বারোয়ারি গুলো-পুজোর সাজে,
রুদ্ধ মনের-দুয়ার খুলে-মন্দিরে ঢাকের-বাদ্যি বাজে।
আকাশ প্রদীপ-জ্বালিয়ে নিয়ে-মা এলেন-মর্ত্যলোকে,
শুভ মহালয়ার-সুপ্রভাতে-থাকো সবাই-খুব সুখে।।