বিশ্বায়নের যুগেও মানুষ বিবেকহীন অপদার্থ,
আধুনিকতা মানে কি কিছু নতুন নতুন শব্দার্থ?
কন্যা ভ্রুণ যেখানে আজও পাচ্ছে না নিষ্কৃতি
অসভ্যের মতোই নিদর্শন এই সভ্য সভ্যতার।
হ্যাঁ আমি এই আধুনিক সভ্যতার কথায় বলছি
যেখানে প্রতিদিন হাজারো উন্নয়নের কথা শুনছি।
প্রাচীন নিদর্শন গুলো ঐশ্বর্যের মতোই দাঁড়িয়ে আছে
সভ্য হওয়ার ক্ষোভ টা আজ ভীষণ জড়িয়ে ধরছে।
যখন চোখের সামনে একান্ত জনকে ধর্ষিত হতে দেখি
মনে হয় পশুই আছি এখনো মানুষ হতে পেরেছি কি?
এ পৃথিবী শুধু আধুনিক সভ্যতার ব্যর্থ নজির মাত্র,
আমার ক্ষোভ গুলো স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে যত্রতত্র।।