নষ্টালজিয়া সরস্বতী আজ হারিয়ে প্রেমের স্ট্যাটাসে বন্দি,
কর্পোরেট দুনিয়ায় মূর্তি পুজো স্কুল শিক্ষার অভিসন্ধি।
আজ ভার্চুয়াল যুগে স্পর্শ প্রেম গ্রিটিংস কার্ডে হচ্ছে বিলি,
অনুভূতি গুলো দুষ্কর মরুভূমি এ যে চলছে ঘোর কলি।
আজ সরস্বতী মানে নয়তো সেই শ্বেত শুভ্র শাড়িতে মাকে পাওয়া,
সরস্বতী মানে আমার কাছে নয়তো প্যাণ্ডেলে ঘোরা আর জ্ঞান নেওয়া।
আমার কাছে সরস্বতী বিবেক কর্তব্য যুক্ত ছোট্ট এক নাম,
আমার সরস্বতী থাকে স্কুল কলেজে নেয় শিক্ষার জ্ঞান।
আমার সরস্বতী থাকেনা মন্দিরে মন্দিরে থাকে আমাদেরই ঘরে একসাথে,
সেই সরস্বতী বাঁধন হারা মুক্তির উচ্ছ্বাস।
আমার সরস্বতী দরিদ্র মুমূর্ষু মায়ের সেবায় থাকা একনিষ্ঠ ব্রতী,
শ্বশুর বাড়ির সকলের মুখে জোগানো এক অন্ন দাত্রী।
আমার সরস্বতী আজ সৃষ্টির আগে মাতৃ জঠরে কাঁপে থরথর,
ধুনুচির নাচে উড়ায় বাতাসে পোড়া বারুদের গন্ধ।
আমার সরস্বতী ক্ষুধার জ্বালায় মাথায় তুলেছে ভারী ঝুড়ি,
অন্নের খোঁজে বাসে ট্রামে ঝুলে ভিড় ঠেলে দেখে অফিসের ঘড়ি।
আমার সরস্বতী ঘরে বাইরে সমাজ সেবায় যুক্ত,
উঁচু ধবল পর্বত শৃঙ্গে দেশের পতাকা উড়াতে ব্যস্ত।
আমার সরস্বতী মাঠে ময়দানে খেলা ধুলায় দক্ষ,
মানব পৃষ্ঠে সে যে পৃথিবীর কঠোর মেরুদণ্ড।
আমার সরস্বতী প্রেম সাগরে ভালোবাসার উজ্জ্বল মোহমনি,
জ্যোৎস্না রাতে এক ফালি চাঁদ সপ্ত সুরের বীণাপাণি।
আমার সরস্বতী স্বপ্ন ছোঁয়া বৃষ্টিতে মলিন,
মখমলে বিছানায় দিন যাপনে নবীন।
আমার সরস্বতী বেয়নেট হাতে সীমান্ত প্রহরায় ন্যস্ত,
মহাকাশে মহাশূন্যে সকল প্রশ্নের সঠিক উত্তরে অভ্যস্ত।
আমার সরস্বতীর "প্রথম শাড়িতে জড়ানো তনুর অবাক চোখের দৃষ্টি
অনুভূত সেই রহস্যময় বেড়ে ওঠার অনুপম সৃষ্টি"।
আমার সরস্বতী বিসর্জনের ঢাকে উচ্চারণ করে শান্তির সেই মন্ত্র
"ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।"
এই সরস্বতী আমার সরস্বতী, শতকোটি প্রণাম তোমাতে ।।