আমার ধবল মেঘের স্বপ্নগুলো
ব্যথার আঘাতে হয়েছে বিলীন,
রং তুলিতে আঁকা সুখের জীবন
বিমূর্ত হাসিতে হয়েছে মলিন।


প্রতিবাদহীন বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে
আমি হারিয়ে ফেলেছি নিজেকে,
সময়ের আবর্তে সমান্তরাল জীবনের ক্যানভাসে
চেনা, অচেনা হয়েছে থেকে থেকে।


অদৃশ্য সম্পর্কের অচেনা অজানা রূপ
নির্লিপ্ত জীবনের নিদারুণ প্রতিমূর্তি,
বিরহের যন্ত্রণায় মোড়া পোড়া চিহ্নগুলো
ব্যথাতুর জীবনের নিরব আকুতি।


জীবনের পরাগরেনু ধুয়ে মুছে দিয়ে
আবার কেঁচে গণ্ডুষের ব্যর্থ চেষ্টা,
অতৃপ্ত হৃদয়ে স্বস্তির নিঃশ্বাসে জন্মায়
অদেখা সঙ্গমের বৃথা প্রচেষ্টা।।