এক পা দু পা তিন পা করে
যে আমাকে প্রেম শেখাল,
বিন্দু বিন্দু ব্যথা দিয়ে
কেন সে হারিয়ে গেল?
সে ছিল মোর জীবন পথে
অন্তরালের সঙ্গী হয়ে,
বুকের মাঝে হৃদয় নীড়ে
অজানা মন কে ছুঁয়ে।
কাজল কালো নয়ন তারায়
বৃষ্টি ভেজা চতুর্দশী,
জ্যোৎস্না রাতের চন্দ্র ছাওয়ায়
করলে আমায় দোষী।
প্রেম শিখিয়ে বুকের ভিতর
যে আগুন ধরিয়ে ছিলো,
মনের কোনে তৃষ্ণা রেখে
সে আমায় দুঃখ দিলো।
একলা জাগি গভীর রাতে
অন্তরে তে পাথর রেখে,
টুকরো স্মৃতি ভুলে গিয়ে
সে যেন সুখেই থাকে।।