তোকে যখন আমি রাখি
আমার পুনর্জন্মের তালিকায়,
তখন না পাওয়ার বেদনা গুলো
একটু শান্তিতে স্বপ্ন জলে ভাসায়।
দুজনে দুজনকে জিজ্ঞাসাবাদ
স্বাদ গ্রহণের একটু আসক্তি,
দৃষ্টির আড়ালে ছেঁড়া ছেঁড়া কথামালায়
তৈরি হয় অন্তরে যুক্তি।
ক্রমে অদৃশ্য দরজায় শুরু হয়
দোষারোপ আর তর্ক,
একমুঠো রোদের খোঁজ করে
সেই বেড়ে ওঠা সম্পর্ক।
না হারানো না পাওয়ার যন্ত্রনা থেকে
চাই মুক্তির একটু আশ্বাস,
ভালোবাসাটুকু প্রশ্নোত্তরের খাতায় লিখে
আঁকড়ে রাখে পরজন্মের বিশ্বাস।
কিছুতেই পৃথক হব, ভাবতে পারিনা,
কিছুতেই তোকে হারাবো, ভাবতে পারিনা,
কিছুতেই তোকে কাছে পাবো না, ভাবতে পারিনা,
কিছুতেই মন থেকে তোকে মুছে ফেলতে পারিনা,
কিছুতেই আমার থেকে তোকে দূরে রাখতে পারিনা,
কিছুতেই কোন মতেই, তোকে আমি ছাড়তে পারব না।
মনের এই যোগ বিয়োগের সমাধান আনে
জন্মান্তর-ই মিলনের পথ,
ভালোবাসার হিসাবের শূন্য পৃষ্ঠায়
জমা হয় কিছু শপথ।
নাহয় পূর্ণ হবে সবকিছু জন্মান্তরে।।