হয়তো তোমার সাথে আর কোন দিন হবেনা দেখা,
তাই বলে ভেবোনা তুমি নিজেকে একা।


বিজন পথের বাঁকে কৃষ্ণচূড়া গাছটা যত দিন রবে,
খুঁজে দেখো আমায় সেখানে ঠিক পাবে।


শিশির ভেজা মাঠে ঢলে পড়া ধানের শিশের গোছে
থাকবো তোমার জীবন পথের ছায়া হয়ে,
ভোর রাতে শুকতারা হয়ে দূর গগনের মাঝে
মনেরই আঁধার ভেঙে স্বপ্ন যাব ছুঁয়ে।


ঘুম যদি ভাঙে মাঝ রাতে চোখের পলক খুলে দেখো,
আমি থাকব আড়ালে দাঁড়িয়ে মনে রেখো।


এভাবেই এক মুঠো অনুভব নিয়ে থাকব তোমার পথে,
ছায়া হয়ে মিশে যাব তোমার সাথে।


চেনা অচেনা কোনো জোছনার ভীরে তুমি থমকে দাঁড়ালে
আমি তারা হয়ে তোমায় পথ দেখাব,
তোমার জীবনের সুর ছন্দ অজানা গানে বদলে গেলে
স্মৃতির মনিকোঠায় ঢুকে আমি ভালোবাসা শেখাবো।।