ঝড়ের দাপটে পুরাতন দরজাটা
ভেঙ্গে পড়ে সহসা,
ঘুনধরা কড়িকাঠের ফাঁক থেকে
উড়ে যায় পাখির বাসা!
কব্জার স্ক্রুগুলো  বয়সের অসারত্বে
যেই খুলেছে একবার,
তীব্র ঘূর্ণি বাতাসে দলাপাকিয়ে
দোলা খাচ্ছে বারবার।
আকাশের নীলে কালো মেঘে
জমানো জলের ফোঁটা,
ভাঙা দেওয়ালের খসা ইঁটে
চাপা পড়ে অনুভূতিটা।
নুয়ে পড়া নারিকেল গাছটা
উদ্ভাসিত বিজলীর আলোতে,
ভীত সন্ত্রস্ত প্রেয়সী প্রেমিককে
চায় ঘরে আটকাতে।
ভাঙা দেওয়ালের গায়ে আলিঙ্গনে
মুছে যায় সব ঠিকানা,
ভেসে যায় ঘোলা স্রোতে
শুকনো ঘাসের কনা।
মুহূর্তে কেঁপে ওঠা দরজাটা
ভিজে যায় ঝাপটায়,
মাটি ছুঁয়ে সদ্যোজাত গাছটা
সম্ভবত টিকেই যায়।
তবু ঝড় আনে প্রতিনিয়ত
ভয়ঙ্কর কিছু ছবি,
ব্যথা হয়ে থেকে যায়
অনধিকৃত কিছু দাবি।।