মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের লুকোচুরি
শান্তির নিঃশ্বাসে কল্পনার ঘোরাঘুরি।
ইচ্ছে গুলো সংগোপনে গায়ছে বিরহী গান,
যন্ত্রণায় দীর্ণ স্বপ্ন হারা ব্যাকুল প্রাণ।
মনের ক্যানভাসে জমে ওঠে অনেক ধুলো,
রং হীন বিবর্ণ কষ্টের আস্তরণ গুলো।
নীল চাঁদের জ্যোৎস্না মাখা দৃঢ় প্রত্যয়,
ক্লান্ত সুরে আগামী দিনের স্মৃতি সঞ্চয়।
চেনা পথ গুলো ঝাপসা কুয়াশায় ঢাকা,
বিলাপী মনে স্নিগ্ধ প্রভাতে তোমায় ডাকা।
রাতের মায়ায় সাঁঝের তারায় আঁকা জলছবি,
স্মৃতি পটে ভাসে সুখ দুঃখের অতীত সবি।
মনে সীমানা হীন অভিলাষা অসীম দিগন্ত দেখা,
জন্মান্তরেও রয়ে যাবে বিবর্ণ ধুলির রেখা।।