চোখের কোণে কাজল আর
খুঁজতে কেউ চায়না,
রোদচশমায় পড়েছে ঢাকা
আধুনিক সব বায়না ।
বিষাদ মন দিয়েছে ফাঁকি
রঙিন কাচে ঢাকি,
অবয়ব আজ গিয়েছে বদলে
চিহ্নটুকু রাখি।
সুনয়না কেউ নেই আর
রোদ চশমার ভারে,
দৃষ্টিতে কথা আজও বাকি
মন কেমনের ভিড়ে।
কোলাজ আঁকা চশমার ফাঁকে
ব্যক্তিত্বের বড়াই,
চেনা অচেনা বিভ্রম আনে
কৃত্রিমতার লড়াই।।