আমি ভুলিনি কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে থাকা
ভুলিনি খালের তটে বসে দিগন্তের সূর্য দেখা,
নীরব নিস্তব্ধ রাতে শুনেছি তারার ক্রন্দন
ভগ্নাংশ জীবনে বাকি আছে অনেক শেখা।
তোর হাসির গন্ধটা যে গিলে ছিল আমায়
সাগরের শুকনো চোরা বালিতে রেখেছিলি বিশ্বাস,
জীবনের মানে খুঁজেছি রাত্রির কিনারে
পেয়েছি একরাশ প্রবঞ্চনা আর মিথ্যে আশ্বাস।
মান-অভিমানে ভরে আছে রোদেলা দিনগুলো
ছিঁড়ে গেছে রঙিন ইচ্ছে ঘুড়ির সুতটা,
ভোরের কুয়াশায় ঝরে পড়া স্মৃতির পাপড়িতে
বিষন্নতায় অভ্যাস করে নিয়েছি একা থাকাটা।
আমি ভালোবাসার বৃত্তের কোলাজে দাঁড়িয়ে
একটা চুম্বন রেখে ছিলাম তোর গালে,
বিছানায় বেড়ে ওঠা বয়স সন্ধিক্ষণে
ঝাপসা হয়ে ছিল চোখ অশ্রু জলে।
হয়তো আজ বেদনার লাল নীল বসন্তে
কৃষ্ণচূড়ার ডালে বিরহের গান গাইবে কোকিল,
হয়তো মাঝ পথে থেমে যাবে হৃদস্পন্দন
লেখা হবে ইতিহাস যে ভালোবাসা ছিল স্বপ্নীল।।