নিহত স্মৃতিরা যদি বিবেক কে চাবুক মারে,
হৃদয় পাথরের চাঁই হয়ে সয়ে নিতে পারে,
অতীত বর্তমানের মাঝে,
ক্ষুদ্র ক্ষয়িষ্ণু নদীর সাজে,
জীবন মরণে আত্মা কে দেয় চির মুক্ত করে।।