জীবনে কিছু পেতে গেলে
হয় অনেক কিছু হারাতে,
ভালোবাসায় পাওয়া যায় অনেক কিছু
হারাতে হয় ভালোবাসার জনকে।


পরাজিত মনটা শুধু কাঁদে
সারা জীবন সারাটা ক্ষন,
ব্যর্থ প্রেমের উপমা হয়ে যায়
আমার এই এক পলকের জীবন।


জিহ্বাতে উচ্চারিত চির সত্য শব্দ গুলো
হয়ে ওঠে আমার কবিতা,
সৌর তারা বিছানো উন্মুক্ত বিছানায়
যন্ত্রণা দেয় কত অব্যক্ত ব্যথা।


যখন তুমি হাতটা রাখো
তোমার বুকের গাঢ় ভাঁজে,
বন্দি আমার প্রাণ পাখি টা
স্তব্ধ হয় রুদ্ধ শ্বাসে।


বেঁচে থাকার স্বপ্ন গুলো
নিঃসঙ্গতার অন্ধকারে হারায়,
তখন গহীন কালো অন্ধকার রাতও
আমার নগ্নতায় লজ্জা পায়।।