বীর শহীদের রক্তে রাঙা
আমাদের এই স্বাধীনতা,
স্বাধীন দেশে দাঁড়িয়ে আজ
হাসছে দেখো মানবতা।
                   আজ যে দিবস স্বাধীনতা---
একদিন যে মুষ্টিবদ্ধ হাত
তুলেছিল জাতীয় পতাকা,
বুটের ঘায়ে থ্যাতলানো ঠোঁট
রক্তে ভেজা নাবালিকা।
                  আজ যে দিবস স্বাধীনতা---
ইংরেজ তাড়িয়ে হয়েছ সফল
প্রকৃত বিপ্লবী তোমরা,
অনাহার ক্ষুধায় মরছে মানুষ
দর্শক হয়েছি আমরা।
                  আজ যে দিবস স্বাধীনতা---
বলতে গেলে বলতে হয়
পাকস্থলীর কষ্টের কথা,
সিগারেটের ছোঁয়ায় পুড়েছে বুক
জমেছে কালশিটে ব্যথা।
                  আজ যে দিবস স্বাধীনতা---
শাসন শোষণ মুক্ত হয়ে
ঘুচেছে পরাধীনতার গ্লানি,
তাজা রক্ত মানচিত্রে ছিটিয়ে
নেতারা হয়েছে মধ্যমণি।
                  আজ যে দিবস স্বাধীনতা---
আমরা দেখেছি স্বাধীন সূর্যোদয়
মুক্তিযোদ্ধাদের আত্ম বিনিময়ে,
ধর্ম নিয়ে চলছে লড়াই
জাতি ভেদাভেদ সমন্বয়ে।
                  আজ যে দিবস স্বাধীনতা---
ঘুচে গেছে শ্বেতাঙ্গের বর্বরতা
বন্ধ হয়েছে নিপীড়ন,
নগ্ন নিগ্রহ চলছে দেশে
নেই নারীর সম্মান।
                  আজ যে দিবস স্বাধীনতা---
ক্ষুধার জ্বালায় শিশু কাঁদে
ছাদহীন ঘরের কোণে,
এ কেমন বেঁচে থাকার মানে
এই অত্যাধুনিক জীবনে।
                  আজ যে দিবস স্বাধীনতা---
ভ্রূণ কন্যা মাতৃ জঠরে
মরছে সকলের নিভৃতে,
নারী পুরুষের রয়েছে ভেদাভেদ
পেরেছি কি স্বাধীন হতে?
কে দেবে উত্তর? আজ যে দিবস স্বাধীনতা---।।