এতো দিন কোথায় ছিলে?
আমার দুঃখের থলি টাকে আদরে ভরে দিলে,
আমার বুকের শূন্য তাকে ভালোবাসায় রাঙিয়ে দিলে।


তুমি বাতাসের ধূলিকণা কে প্রশ্ন করো,
তুমি সূর্যের কিরণ কে প্রশ্ন করো,
ধূলিকণা, কিরণ জানে আমি কোথায় ছিলাম।


এতো দিন কোথায় ছিলে?
আমার শরীর তোমার স্পর্শে প্রাণ পেয়েছে,
আমার হৃদয়ে তোমার আগমনে পুলক জেগেছে।


তুমি পাহাড়ের পাথর কে প্রশ্ন করো,
তুমি সমুদ্রের ঢেউ কে প্রশ্ন করো,
পাথর, ঢেউ জানে আমি কোথায় ছিলাম।


এতো দিন কোথায় ছিলে
আমার শরীরের সব অনুভূতিগুলো জাগিয়ে দিলে,
আমার মনের অব্যক্ত কথায় ভাষা দিলে।


তুমি ঝর্ণার জল কে প্রশ্ন করো,
তুমি আকাশের রামধনু কে প্রশ্ন করো,
জল, রামধনু জানে আমি কোথায় ছিলাম।


এতো দিন কোথায় ছিলে?
আমার অন্ধকার সরিয়ে জ্যোৎস্না এনে দিলে,
আমার বুকের শুক্ন মরুভূমে সবুজে ভরে দিলে।


তুমি মেঘের বারি কে প্রশ্ন করো,
তুমি চাঁদের চন্দকলা কে প্রশ্ন করো,
বারি, চন্দ্রকলা জানে আমি কোথায় ছিলাম।


এতো দিন কোথায় ছিলে?
আমার অচেনা পথ কে তুমি চিনিয়ে দিলে,
আমার স্মৃতির পাতাকে সুখের বৃষ্টি তে মুছে দিলে।


তুমি রাতের তারাদের প্রশ্ন করো,
তুমি তোমার মন কে প্রশ্ন করো।
তারারা, মন সবাই জানে আমি কোথায় ছিলাম।।