খুব ঠান্ডা রাতে
কুয়াশা মুছে দেয় যা অমীমাংসিত।
অজানা সুখের অপেক্ষায়
নতুন মন নতুন উত্তাপে হতে চায় পরিণত।
ভারী, স্বচ্ছ, বাষ্পীয়
যা সমীকরণকে করেনি কখনো সমাধান,
মাতৃভাষা দ্বারা লালিত
লাল বিভক্ত অঙ্গে নিঃশ্বাসের ব্যবধান।
আজও বেঁচে আছি
জীবনের সুনিশ্চিত সাক্ষ্য দিতে -অমরত্ব
কারণ সময় শিখিয়েছে
প্রত্যক্ষ বিশ্বাস করতে ভালোবাসা হয় অনন্ত,
ব্যাকরণ সম্পর্কে অজ্ঞাত
তাই তো দূরবদ্ধ চোখের ভাষা হয় অন্যরকম,
মানুষের প্রতিটি গতকাল
তার আজকের মতো হতে পারে কি একরকম?