জানতাম তুমি হারিয়ে যাবে
তবু আগলে ছিলাম,
শান্ত চিত্তে ভাবি শুধু
কেন ভালবাসতে গেলাম।


রাতের শেষে ভোর হবে
সূর্য উঠবে জানি,
কাউকে ভালোবাসলে শুধু পাবে
দুঃখ-বেদনা গ্লানি।


জ্যোৎস্না রাতে নীড় ভেঙ্গে
গাইবে পাখি গান,
প্রিয়জন হারালে স্মৃতি হয়ে
জমবে শুধু অভিমান।


যুগের কাছে সময়ের সাথে
চলায় জীবনের গতি,
যতই ভালোবাসো কাউকে তুমি
হারানোটাই জীবনের রীতি।


শ্যামল স্বপ্ন সবাই দেখে
পূরণ হয় কজনের,
দুঃখ মনে সবার আছে
কষ্ট ভিন্ন রকমের।


হয়তো আমিও হারিয়ে যাব
চির শান্তির কোলে,
পড়লে মনে ক্ষমা করো
কিছু ভুল হলে।


এসো ফিরে জ্বালাতে আগুন
শেষ বিদায়ের ক্ষণে,
একটু স্মরণ করো অতীতটাকে
জমিয়ে রেখ মনে।


সেদিন রাতে পাহাড় থেকে
নামবে ঝরনা ঠিকই,
আমি থাকবো সকলের অলক্ষ্যে
দেখবো কিন্তু সবই।।