অপরাহ্নে তুমি বিহীন শূন্যতা
আর গন্ধহীন ফুল
স্মরণের আবরনে মনে আনে
অতীতের যত ভুল।


শূন্যতার অনলে অপূর্ণতার  ডালায়
পুষ্প হল  বাসি
কুজ্ঝটিকায় ফিরিয়ে নিয়েছে আঁখি
তারেই যে ভালোবাসি।


স্মৃতিগুলো যেন ছাইচাপা আগুন
জ্বলে আর জ্বালায়,
নিভৃত প্রহরে বিহঙ্গের গানে
বিরহের জ্বালা জাগায়।


তুমিহীন আকুল শূন্যতা মিশেছে
কলমী জলের ঘ্রাণে,
পুরাতন স্মৃতির দু:খের কথা
সাঁঝের জোনাক জানে।


অপেক্ষার মালা শিশির বিন্দুতে
ভালোবাসা ফিরে পাবার,
জানিনা শূন্যতা ঘুচবে কিনা
যদি দেখা হয় আবার।।