আজ আমার কবিতা গুলো
বিরহের রোদে পোড়ে,
স্বপ্ন গুলো বিরস বালুতটে
নিরর্থক ঝরে পড়ে।
কবিতার বাইরে তুমি ছাড়া
হয়েছি একা আমি,
সবই আছে কোথায় যেন
সাথে নেই তুমি।
স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই
আষাঢ়ের বৃষ্টির মতো,
ব্যথায় আর হয় না স্বপ্নভঙ্গ
হোক জ্বালা যত।
হৃদয়ে আর হয় না ক্ষত
রাগ ধরে মুঠোফোনে,
সিক্ত প্রভাত এমনই কাটে
তাকিয়ে বিষন্ন মনে।
নির্জনে ডুবে আশার নিরঞ্জন
ঝড়া পাতার কান্না,
রাত্রির নেশা দিবসের চোখে
ভালোবাসা কখনও বোঝেনা।
অভিনীত জীবন জাল বোনে
শূন্য শ্মশানের নীরবতা,
সুখের চাঁদ মধ্যগগনে ওঠে
প্রেম যে মানুষের দুর্বলতা।।