আমি শুধু তোর মতো একটা তুই চাই
ইদানিং তোর খোঁজ আমি কোথাও পাই নাই!
নানান বাস্তবতার ভিড়ে হারিয়ে ফেলেছি তোকে,
ভাবতে শিখিয়েছিস, তাই তোকে ছাড়া ভাবতে পারিনা কাউকে।
তোর মধ্যেই পেতে চেয়েছি আমার ভূবন
আমার ভালোবাসার আকাশ জুড়ে খুঁজি তোর মন।
হ্যাঁ, আজও আমি তোর মতো একটা তুই চাই
আমার তুইতে তুই ছাড়া আর অন্য কেউ নাই।
কাব্য লিখি রাত জেগে তোর স্মৃতিতে
তুইময় ছন্দ রীতি প্রতিটা চরণেতে।
অতীতের ক্ষুদ্র প্রত্যাশা কে একটা ঠিকানা দিয়ে যা,
আমার ভালোবাসার স্বচ্ছ জলে নিজের প্রতিবিম্ব দেখে যা।
হতাশার বালুচরে বেড়েছে দুঃখ, ব্যথা-বেদনা,
অভিমানের অনলে পুড়ে তৈরী হয়েছে অতীত যন্ত্রণা।
ভালোবাসার শিশিরের দানা গুলো আজ অশ্রু হয়ে ঝরছে,
তোর বাঁধন হারা হাসি আজও কানে বাজছে।
তাইতো এখনও আমি তোর মতো একটা তুই চাই,
বৃষ্টি ভেজা ভোরে একটু খানি তোকে চাই।
বল্গা হরিনীর মতো ওজস্বী তনু শান্ত নির্মল,
সমুদ্রের মতো গভীর রহস্যময় চোখে হয়েছি দুর্বল।
ভুলে গেছি জীবন ধ্বংসের প্রাচীরের সীমানা,
স্বপ্নের দুয়ারে বসে বুনেছি নক্সিকাঁথার কল্পনা।
সেই কল্পনায় একা ভিজেছি নীল জোছনায়,
জানিনা আমি কখনও কি ছিলাম সত্যিকারে তোর ভাবনায়?
কৃষ্ণচূড়ার ডালে গান গায় রাতের পাখি,
বেদনার জলে সিক্ত তার দুটি আঁখি।
হিমবাতাসে দোলাখায় গাছের সবুজ পাতা,
উদাসীন কবি লিখে যায় প্রেমের কবিতা।
ভাবনার নিরিখে আমি তোর মতো একটা তুই চাই,
হৃদয়ের একটা ছোট্ট ঘরে শুধু যে তোকে চাই, তুই চাই।।