সময় চিবুনো কবিতা আর লিখতে চাই নি আমি।
ভেজা আবিরের সলতেটা আর জ্বালতে চাই নি আমি।
তবু,দেয়াল ভরা গল্পেরা কেনো অবুঝ এতোখানি!
মৃদু সুরে স্বরে ছড়িয়ে দিলো পুরনো উস্কানি।
শব্দ ভেঙে গান হয়ে যায়,
মন ভেঙে অভিমান হয়ে যায়,
কথার প্রদীপ নাই বা জ্বলুক,  কাব্যের কুলখানি।
হাসনাহেনা এতো প্রিয়,তুলতে যাই নি আমি
তবু দুয়ার জুড়ে  দীর্ঘ সুবাস কেনো উন্মাদ এতোখানি!
খুব সাহসে নিজেরে বলে এই পৃথিবীর রাণী।