পোশাকের আড়ালে ঢাকা তোমার সকল সৌন্দর্য,
খুব সহজেই ধরা পড়ে যায়
অন্তরালের প্রবণতা-
যাকে তুমি স্বাধীনতা বলে চালিয়ে দিতে চাও;


পোশাকহীন তোমার দৃষ্টির সামনে
উদ্ভাসিত অতলের রত্নবাজি,
অসীম অপরিমেয় সমুদ্র
হাত বাড়িয়ে যেনো তোমারই সামনে;


তুমি বড়ো বেশি অসহায় সে কথা জানো
তোমার অন্তর নিঃশব্দে
দিবস-রজনীর রহস্য খুঁজে বেড়ায়
তুমি থাকো পোশাকে;


তোমার হৃদয়ের উপলব্ধি
শব্দে আসতে বাধা সৃষ্টি করে এই পোশাক,
তোমার চিরচেনা বৈষয়িক চিন্তাগুলো
তৃষ্ণার্ত অবস্থায়ই মৃত্যুবরণ করে;


তোমার কল্পিত নগ্ন দেহগুলো তুমি
ছুঁয়ে দেখতে চাও অঙ্গুলে;


তোমার কোমল মসৃণ ত্বকে
আশা করে আসা আকাশের আলো
নক্ষত্রের জ্যোতি
পোশাকের বাধা পেয়ে ফিরে যায়
সবাই অবাক চোখে চেয়ে দেখে তোমার লজ্জাহীনতা..........
#
০২।০৩।২০২২