স্পর্শের বর্ণমালা
- সাগর আল হেলাল
=========================
মুগ্ধতা নেই দৃষ্টির অথবা দর্পণের
আয়নার কাঁচে চোখের রেটিনায়
কেবলই প্রতিচ্ছবি,
মস্তিষ্ক খেলা করে ছবির রঙ-রস-রূপে
দাগ পড়ে মন অথবা মননে...


শব্দেরা সৃষ্টি করে তরঙ্গ কাঁপে কানের পর্দা
মস্তিষ্কের জানতে হয় তরঙ্গপাঠ,
বাক্যের অন্তর্গত ধ্বনিসমূহকে শব্দ বলে
হাতুড়ি পেটালেও হয় শব্দ
প্রতিটি শব্দের অর্থ জানে কি মস্তিষ্ক...


বধিরের মস্তিষ্ক বুঝে না কথা বলা মানুষের শব্দ
যেমন বুঝে না কথা বলা মানুষ বধিরের,
অথচ দুজন বধির অথবা দুজন কথা বলা মানুষ
বুঝে যায় পরস্পরের শব্দ তরঙ্গ
তরঙ্গের কি আছে কোনো বর্ণমালা অথবা ভাষা...


কাঁচের পারদ অথবা চোখের রেটিনা
তরঙ্গের সৃষ্টি না করেও
প্রকাশ করে যায় এক অমিত ভাষা
আমি রেটিনাহীন একই সাথে বধিরও
আমার মস্তিষ্ক বুঝে নিতে পারে শুধু স্পর্শের বর্ণমালা...
-
১৪.০৯.২০১৮