আজ বৃষ্টির থৈথৈ দিনে মনের উঠোনে জড়ো
ইচ্ছের ব্যাঙ জলে লাফ দিয়ে চলে;
বোবা দুঃখগুলো অগোছালো পড়ে ছিল
একদম ভুলে গেছি ভাঁজ করে নিতে----
আলোচোরা মেঘ কালো আঙরাখা গায়ে
নদীঘাটে সব ছেড়ে স্রোতে ডুব দিল,
আমাকেও ডেকে গেল চুপ ইশারায়
যে ডাকের সুরে মন এলোমেলো হোল।
ভাটিয়ালি টান লাগে স্বপ্নের পালে
ঘর ছেড়ে ভেসে পড়ি দূর অজানায়,
ছায়াময় ঢেউ খেলে সবুজের বুকে
পয়োভারে শিষ ঝুকে আছে লজ্জায়---
গৃহ কাজ ভুলে আজ জলছবি দেখি
দিগন্তে মেলে ধরা ধোঁওয়া ক্যানভাসে
বেহায়া বাতাস ঘরে ঢুকে চুপিচুপি
দুঃখের ভারী ঝোলা নিয়ে চলে গেছে।