সাজ পোশাকে  ভদ্দরলোক, চোখের ভাষা নম্র
দেখলে সবাই ভাববে বুঝি মশাই খুবই ভভ্র;
বুকের কাছে দু-হাত তুলে করবে নমস্কার
রুমালখানা দেখবে তুমি শুদ্ধ পরিষ্কার;
কিন্তু তেনার মনের ভেতর ঘুঘু পাখির বাসা
পাকিয়ে শুয়ে কাল কেউটে ঘুম দিচ্ছে খাসা
সুযোগ পেলেই উঁচিয়ে ফণা করবে আক্রমণ
লাজুক মুখোশ খসিয়ে তখন দেখাবে বিক্রম,
রাগ নেই গো বাবুর মনে, মেজাজ বেজায় ঠান্ডা
মাথার মধ্যে ঘুরছে শুধু নিজের ফিকির ধান্দা,
মধুর ভাষ্যে তোমার সঙ্গে করবে আলাপন
মিছরি ছুরি ঝিলিক দেবে হঠাৎ বা কখন;
এমন মানুষ এদিকসেদিক দেখি আমরা প্রায়ই
চিনে নিতে করলে দেরি ভোগান্তির শেষ নাই।