রাত্রির ফ্রেম ভেঙে বেরিয়ে পড়লো ভোর
এলিয়ে বসলো মেঘের ফরাসে
আধোঘুমের আলোয়ান জড়িয়ে;


তখন আকাশে বাতাসে আন্দোলিত সুরে
আগমণীর আওয়াজ উঠেছে
বাঙালির ঘরে ঘরে;
জাগো, তুমি জাগো ধ্বনি দিকে দিকে বাজে;


আমি হেঁটে চলেছি নিরুদ্দেশ
নদিঘাটের পথে;
মনেমনে ইচ্ছে আছে আজকের দিন হারিয়ে যেতে
কাশফুলের বনে----
নিজের মনে মনে।


চমকে হঠাৎ দেখি
পথ আগলে একি
ছিটের জামা গায়ে ৺দাড়িয়ে আছে ঠায়
ছিনাত বহুরূপী,
তার আঙরাখাতে ৺আকা
আমার ছেলেবেলার
দুগ্গাপুজোর ছবি।