সব মানুষের প্রথম প্রয়োজন জীবনে বেঁচে থাকা
এর পরে স্বাধীনতা, শেষে অন্য সব কথা।
ষড়যন্ত্রকারীরা আমার জীবন করেছিলো বিপন্ন
তাই বহুদিন ছিলোনা আমার স্বাধীনতা ও অন্ন।


মহাসমুদ্রের মধ্যে একটি শ্যাওলা আকড়ে ধরে
সামান্যের জন্য আমি বেঁচে গেলাম কষ্ট করে।
মনে হয় আবার জীবন ফিরে পেলাম
কিন্তু ব্যক্তি-স্বাধীনতা তখন হারালাম।


ব্যক্তি-স্বাধীনতার জন্য রক্তের ন্যায় ঘাম ঝরলো
রাস্তার তাপে আমার খালি পায়ে ফোস্কা পরলো।
একদিন দুঃসময়ে আমার মুখ বন্ধ করা হলো
এবং এভাবে আমার বাক-স্বাধীনতা বিপন্ন হলো।


তখনই জন্মনিল আমার মনে প্রচন্ড ভয়
আমার চোখ দুটি ওরা কখন তুলে নেয়।
আমার কলম থামানোর জন্য অন্তরে ভয়
ওরা কখন আমার হাত দুটি কেটে দেয়।


এখন নাই কথা মুখে, ঝাপসা দেখি চোখে  
হাত দুটি খুব দুর্বল জীবন কাটে শোকে।
হায়রে আমার জীবন হায়রে স্বাধীনতা
জীবনে আমি কি পেলাম বলো বঙ্গমাতা।


.