ইস্ , ক'তো রোগা হয়ে গেছো !
একটু কাছে এসো, আরেকটু -
হাতটা একটু ধরবো,
কত-তো ধরতাম তোমার হাত
না ধরলে তুমি রাগ করতে।


ঔই যে সেই বট গাছটি নদীর পারে
চলো-না ! ওখানে বসি
এখনতো কেউ নেই, চলো-না যাই !
কত বসতাম ওখানে, ওই বট গাছের ছায়ায়
আপত্তি করলে, আবেগে টেনে নিতে আমায় ।


দ্বিধায় আছো ! অস্বস্তি লাগছে !
মুছে ফেলো তোমার লজ্জা,
ঝেড়ে ফেলো তোমের অস্বস্তি।
চলো-না যাই ! কিচ্ছু হবেনা
নিস্তব্ধ নীরবতা এখানে এখন !


ওই নদীর দিকে তাকিয়ে থাকবো
টলমল নদীর ঢেউ দেখবো
মাঝি গান গেয়ে নৌকা বেয়ে যাবে
ভাটিয়ালী শুনবো বসে বটের তলায়,
এতো সেই প্রিয় দৃশ্য। মনে নেই ?


ওই নীল আকাশের দিকে তাকিয়ে থাকবো
দল বেধে উড়ে যাওয়া পাখিদের ঝাঁক দেখবো
নাহ্, বৃষ্টি আসবে না, এলেই বা কি !  ভিজবো।
আমার মনে আছে -
না ভিজলে তুমি কতো রাগ করতে।


বোসছোনা কেনো ? তখন তুমি এসে
কত বসতে পাশে, গায়ে ঘেষে ঘেষে
তোমার হাতটা একটু দাও-না !
আরো একটু কাছে এসো, প্লিজ !
হাতটা একটু ছুঁয়ে দেখবো।
.